শিরোনাম
◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০১:১৬ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ঝুঁকিতে বন্ধ কুমিল্লার স্থানীয় পত্রিকাগুলো

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] কোভিড-১৯ করোনার ভাইরাস সংক্রমনের ঝুকি রয়েছে। আর তাই ছাপাখানা-পজিটিভ মেশিন কারিগররা বাড়িতে অবস্থান করছে। এ কারনে কুমিল্লার অধিকাংশ স্থানীয় পত্রিকার প্রকাশনা সাময়িক বন্ধ রয়েছে।

[৩] কুমিল্লার অন্যতম প্রাচীন পত্রিকা দৈনিক রুপসী বাংলার বার্তা সম্পাদক আসিফ তরুণাভ তার ব্যক্তি ফেইসবুক একাউন্ট থেকে ঘোষণা দিয়েছেন পত্রিকা প্রকাশের ঘোষণা দিয়ে লিখেন দৈনিক রূপসী বাংলার সম্মানিত অগণিত পাঠকদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে , বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া মরণব্যধি করোনাভাইরাস সতর্কতার অংশ হিসাবে এবং পত্রিকার কর্মকর্তা , সাংবাদিক , কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে দৈনিক রূপসী বাংলার প্রকাশনা ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে । ৫ এপ্রিল থেকে দৈনিক রূপসী বাংলা পুনরায় নিয়মিত প্রকাশিত হবে।

[৪] একই কথা জানালেন কুমিল্লা থেকে প্রকাশিত অন্যান্য স্থানীয় পত্রিকার প্রকাশকরা। আগামী ৪ এপ্রিল পর্যন্ত বেশীরভাগ পত্রিকা প্রকাশনা বন্ধ রাখা হয়েছে।

[৫] তবে পাঠকের কাছে নিজেদের দায়বদ্ধতার কথা স্বীকার করে বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশনা চালু রেখেছেন বৃহত্তর কুমিল্লার জন্য প্রকাশিত পত্রিকা দৈনিক আমাদের কুমিল্লা। দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান জানান, আমি পত্রিকার সাথে সংশ্লিষ্ট সংবাদকর্মী-অফিস স্টাফসহ হকারদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশনা চালু রেখেছি।

[৬] আমি মনে করে এ মুহূর্তে পত্রিকা চালু রাখা প্রয়োজন। নয়তো অহেতুক গুজব ছড়িয়ে ভয়ংকর পরিস্থিতি তৈরী হতে পারে। দৈনিক আমাদের কুমিল্লা তার পাঠক-শুভানুধ্যায়ীদের জন্য সবোর্চ্চ বিশ্বাসযোগ্য খবরটি পৌঁছে দিতে বদ্ধ পরিকর। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়