কূটনৈতিক প্রতিবেদক : [২] কোবিড-১৯ সংক্রমন এড়াতে চীনের প্রেসিডেন্টের দেওয়া অঙ্গীকার অনুযায়ী বৃহস্পতিবার (২৬মার্চ) দ্বিতীয় দফায় এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পায় বাংলাদেশ।
[৩] এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে ২ হাজার কিট ও চিকিৎসা সামগ্রী দিয়েছিলো।
[৪] চীন থেকে তৃতীয় দফায় ২৯ মার্চ আরো ৩০ হাজার এন-৯৫ মাস্ক আসবে।
[৫] স্বাস্থ্য সরঞ্জাম কার্টনের উপরে বাংলাদেশের জন্য চীনের লিখা বার্তায় বলা হয় ‘ভালোবাসার নৌকা পাহড় বাইয়া চলে’।
[৬] হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের দেওয়া স্বাস্থ্য সামগ্রী গ্রহণ করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জি মিং এবং চীন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর ইয়ান হুয়ালং।
[৭] এ সময় বাংলাদেশের স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।