স্পোর্টস ডেস্ক : [২] ধীরে ধীরে ভারতে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের প্রকোপ। সংক্রমণ এড়াতে ইতোমধ্যে সমগ্র ভারত ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে দুরবস্থার মধ্যে পড়েছেন দেশটির নিম্ন আয়ের মানুষজন। তাদের সহায়তায় এগিয়ে এসেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
[৩] লকডাউন কার্যকর থাকায় কর্মক্ষেত্র বন্ধ হয়েছে নিম্নবিত্তদের। করোনার এই দুর্যোগের মধ্যে অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে ৫০ লাখ রুপির চাল বিতরণ করার উদ্যোগ নিয়েছেন সৌরভ। সৌরভের এই উদ্যোগে অংশীদার প্রতিষ্ঠান ‘লাল বাবা রাইস’। সরকারের নির্দেশে স্কুলের মধ্যে আশ্রয় নেয়া দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে এই চাল দেয়া হবে।
[৪] ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার পশ্চিমবঙ্গ রাজ্যের জরুরি দাতব্য তহবিলে ২৫ লাখ রুপি দান করার ঘোষণা দেয় সিএবি।