আসিফুজ্জামান পৃথিল : [২] কোভিড-১৯ এর কারণে সর্বাধিক ভুগছে ফ্যাশন ইন্ডাস্ট্রি। অতি মহামারির এই সময়ে মানুষের আগ্রহ কাপড় কেনার চেয়ে জীবনরক্ষাকারী সামগ্রী কেনার প্রয়োজনীয়তা অনেক বেশি। সিএনএন
[৩] করোনাভাইরাস প্রাদুর্ভাবে থাকা দেশগুলো বড় ধরনের পিপিই সঙ্কটে ভুগছে। যুক্তরাষ্ট্রে যে কোনও সময় শেষ হয়ে যাবে মেডিকেল সামগ্রীর মজুদ। কিছু কিছু চিকিৎসাকর্মীকে নিজের পিপিই নিজেদের বানিয়ে নিতে উদ্বুদ্ধ করেছে মার্কিন সরকার।
[৪] কয়েকদিন আগে নিউ ইয়র্কের গভর্নর ফ্যাশন কোম্পানিগুলোর কাছে পিপিইর জন্য আবেদন করেছিলেন। পরবর্তীতে তারা জানায়, চীনে এখন পিপিই তৈরি সম্ভব নয়। যদি বাংলাদেশে পিপিই তৈরি সম্ভব হয় তাহলে অবশ্যই তারা সহায়তা করবে।
[৫] সিএনএন জানাচ্ছে, বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোতে ইতোমধ্যেই পিপিই, মাসক সহ নিরাপত্তা সামগ্রী তৈরি করতে শুরু করেছে এইচ অ্যান্ড এম এর মতো কোম্পানিগুলো। শুধু তাই নয়, এসবে আনা হচ্ছে রঙ ও ডিজাইনের বৈচিত্র। বিশেষত নারীদের জন্য তৈরি সামগ্রীগুলোতে আসছে নানান বৈচিত্র।