শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৫:২৩ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে বিদেশ ফেরত বাড়িতে উড়ছে লাল পতাকা

মাজহারুল শিপলু, মির্জাপুর প্রতিনিধি : [২] টাঙ্গাইলের মির্জাপুরে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরত প্রবাসীদের বাড়িতে উড়ছে লাল পতাকা। জনগণকে সচেতন করতে উপজেলাব্যাপী হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের বাড়িতে এ লাল পতাকা উত্তোলন কার্যক্রম চলছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক।

[৩] জানা যায়, গতকাল মঙ্গলবার এবং বুধবার (২৫ মার্চ) পৌর সদরের পোষ্টকামুরী, বাইমহাটি ও রাজবংশীপাড়া এলাকায় পতাকা উত্তোলনের কার্যক্রম চলে। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, সহকারি কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন। দু-একদিনের মধ্যেই উপজেলার বিভিন্ন এলাকার ১২৮ প্রবাসীর বাড়িতেই এ লাল পতাকা উত্তোলন করা হবে।

[৪] এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, যেসকল প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছেন তাদের আরো সতর্ক করতে প্রবাসী সকলের বাড়িতে লাল পতাকা উত্তোলন করা হয়েছে।

[৫] এ পতাকা উত্তোলনের ফলে সাধারণ জনগণ নিজেদের নিরাপত্তার কথা ভেবে ঐ সকল প্রবাসীদের বাড়িসহ সেখানকার লোকজনকে এড়িয়ে চলতে পারবে। এতে করে করোনা সংক্রমণ প্রতিরোধ খুব সহজতর হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়