শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় র‌্যাবের পৃথক অভিযানে আটক-৭

সাতক্ষীরা প্রতিনিধি : [২] র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে নগদ টাকা ও বিভিন্ন জুয়ার সামগ্রীসহ ৬ জুয়াড়ীকে আটক করেছে। সোমবার ভোর রাতে তাদেরকে সদর উপজেলার রেউই মাঝেরপাড়া এলাকার একটি বাঁশ বাগানের মধ্য থেকে আটক করা হয়।

[৩] এ সময় জব্দ করা হয় নগদ ৩৫ হাজার ৭৯২ টাকা, ১৩ সেট তাস, ৬ প্যাকেট সিগারেট, একটি মানিব্যাগ, একটি ডেভিট কার্ড, একটি প্রেস আইডি কার্ড, একটি এনআইডি কার্ড, একটি ড্রাইভিং লাইসেন্স, একটি হাত ঘড়ড়ি, ৩টি মোবাইল ফোন, ৫টি সীম কার্ড, ২টি মেমরী কার্ড, ও একটি মোটরসাইকেল।

[৪] আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার মাহামুদপুর গ্রামের মৃত ছকিম উদ্দিন গাজীর ছেলে আব্দুর রহমান আবদার (৬৩), যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শিয়ালগুনা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৫), সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের মৃত মকবুল হোসেন ঢালীর ছেলে আবু মূসা ঢালী (৩৮), রেউই গ্রামের মৃত রহিম বাক্স সরদারের ছেলে রফিকুল ইসলাম (৪০), হাওয়ালখালী গ্রামের মৃত জামাল উদ্দিন সরদারের ছেলে শফিকুল ইসলাম (৪২) ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চাকুন্দি গ্রামের মৃত ছলিম গাজীর ছেলে হান্নান গাজী (৬৮)।

[৫] র‌্যাব জানায়, সদর উপজেলার রেউই মাঝেরপাড়া গ্রামে কতিপয় ব্যক্তিরা এক সাথে জড়ো হয়ে জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে নগদ টাকা ও বিভিন্ন জুয়ার সামগ্রীসহ উক্ত ছয় জুয়াড়িকে আটক করে। আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব আরো জানায়।

[৬] এদিকে, র‌্যাবের একই আভিযানিক দল অপর একটি অভিযানে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ আফতাবুজ্জামান (২০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করে। সে কলারোয়ার বাগডাঙ্গা গ্রামের মৃত একরামুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়