শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ মোকাবেলায় জাতীয়, জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে টাস্কফোর্স গঠনের দাবি, অলি আহমদের

শাহানুজ্জামান টিটু : [২] এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বলেন, শুধু সাবান, এন্টিসেপটিক দিয়ে হাত পরিস্কার বা মুখে মাস্ক লাগিয়ে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে না। সরকারের উচিত ছিল আগেই ব্যবস্থা করা।

[৩] রোববার বিবৃতিতে কেভিড-১৯ প্রতিরোধে ১০দফা প্রস্তাবনা দেন।

[৪] এরমধ্যে উল্লেখযোগ্য, ডাক্তার এবং স্বাস্থ্য সেবা কর্মীদের প্রশিক্ষণ ও তাদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং ভাইরাস সনাক্ত করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জরুরীভিত্তিতে ৭ দিনের মধ্যে ক্রয় করার ব্যবস্থা করা।

[৫] দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, জনগণের মধ্যে শৃঙ্খলা রক্ষা এবং কোয়ারেন্টাইন ক্যাম্প নিয়ন্ত্রণের জন্য সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দেওয়া উচিত ছিল।

[৬] বিদেশ থেকে ফেরৎ বা আসা ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করা। এতে করে রোগের বিস্তার রোধ করা সম্ভব হত। যা যথাসময়ে করা হয় নাই।

[৭] জনগণকে আশ্বস্ত করার জন্য বিভিন্ন জেলা, উপজেলা এবং পৌরসভায় কোথায় কোথায় কোয়ারেন্টাইন ক্যাম্প হবে বা চিকিৎসা সেবা পাওয়া যাবে, তা পরিস্কারভাবে জনগণকে জানানো।

[৮] সংকটকালীন সময়ে বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান, সংস্থা ও শিল্প কলকারখানাকে সরকারের পক্ষ থেকে আর্থিক প্রনোদনা দেওয়ার পদক্ষেপ গ্রহণ।

[৯] বাস, লঞ্চ এবং রেল যোগে অতিরিক্ত যাত্রী বহন নিষিদ্ধ করতে হবে। তা নিশ্চিত করার জন্য সামরিক বাহিনীর সদস্যদের দায়িত্ব দিতে হবে এবং কঠোর ভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

[১০] এই রোগের বিস্তার রোধে আমাদের সকলের উচিত অতি প্রয়োজন ব্যতীত নিজ নিজ বাসস্থান অবস্থান করা। প্রয়োজনে সরকারকে জনগণকে ঘরে অবস্থান করার জন্য বাধ্য করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়