বাবুল খাঁন, বান্দরবান প্রতিনিধি: [২] করোনা ভাইরাস আতঙ্কে নিত্যপণ্য কেনার হিড়িক পড়েছে, আর এই সুযোগে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি করছে ব্যবসায়িরা।
[৩] শনিবার দুপুরে বাজারের বিভিন্ন মুদি দোকানে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
[৪] এসময় ভ্রাম্যমান আদালতের অভিযানে বান্দরবান বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্টানকে দ্রব্যমুল্য বাড়তি নেয়া ও মেয়াদ উর্ত্তীন খাবার বিক্রির অভিযোগে ২টি দোকানকে ৮ হাজার টাকা জরিমানা এবং বেশী দামে বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয় ।
[৫] ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ,এম,ইবনে মিজান, জেলা বাজার মনিটরিং কর্মকর্তা বিজয় ধর, বান্দরবান বাজার মুদি দোকান ব্যবসায়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশসহ পুলিশের সদস্য এবং বাজার মুদি দোকান ব্যবসায়ি কল্যাণ সমিতির নেতৃবিন্দরা উপস্থিত ছিলেন।
[৬] এই সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ,এম,ইবনে মিজান বলেন,করোনা ভাইরাস আতঙ্কে নিত্যপণ্য কেনার হিড়িক পরার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ি পণ্যের দাম বাড়িয়ে নিচ্ছ। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে আগামীতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী