লাইজুল ইসলাম : [২] শনিবার স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা চীন থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসবো। তাদের কাছ থেকে আমরা শিখতে চেষ্টা করবো কিভাবে করোনা চিকিৎসা দিয়েছে।
[৩] মন্ত্রী বলেন, দেশের চিকিৎসকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করবো। যাতে করে দেশের চিকিৎসকরা চীনের বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারে কিভাবে করোনা রোগীদের চিকিৎসা দিতে হবে। নিজেদের নিরাপত্তার বিষয়েও বেশ কিছু জানতে পারবে দেশের চিকিৎসকরা।
[৪] স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এই মুহুর্তে একশো আইসিইউ ইউনিটের কাজ চলছে। ক্রিটিকেল রোগীদের জন্য স্থাপন করছি। আমরা আরো সাড় তিন’শো আইসিইউয়ের জন্য অর্ডার করেছি। সেগুলো হয়তো কিছুটা সময়ের মধ্যে হাতে পাবো। এতে করে চারশো নতুন আইসিইউ ইউনিট হবে।
[৫] মন্ত্রী বলেন, করোনা টেস্ট করার জন্য আমাদের ৮টি মেশিন কাজ করছে। কিন্তু প্রশ্ন ওঠে একটি স্থানেই সব থাকায় কিছুটা ঝামেলা সৃষ্টি হয়েছে। তাই আমরা আরো ৭টি মেশিন নিয়ে আসা হয়েছে। এগুলো আমার ৭টি স্থানে স্থাপন করা হবে।
[৬] জাহিদ মালেক বলেন, এই মেশিনগুলো বসানো খুব সহজ উপায় না। প্রচুর এক্সেসরিজের প্রয়োজ আছে। যেই ল্যাব বানানো হবে সেগুলো বিশ্বস্বাস্থ সংস্থার নিয়ম অনুযায়ী লেবেল টুতে নিয়ে আসতে হবে। বায়ো সেফটি লেবেল টু তে রাখতে হবে এসব মেশিন।
[৭] মন্ত্রী বলেন, পিপিপি মাস্ক কয়েক লাখ হাতে আছে। চায়নাতে আরো সাড়ে তিন লাখ অর্ডার করা হয়েছে। এগুলো বাই এয়ারে আনা হবে।