শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একশো আইসিইউ ইউনিট স্থাপনের কাজ চলছে, আরো অর্ডার করা হয়েছে ৩৫০টির, চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনতে আলোচনা চলছে

লাইজুল ইসলাম : [২] শনিবার স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা চীন থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসবো। তাদের কাছ থেকে আমরা শিখতে চেষ্টা করবো কিভাবে করোনা চিকিৎসা দিয়েছে।

[৩] মন্ত্রী বলেন, দেশের চিকিৎসকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করবো। যাতে করে দেশের চিকিৎসকরা চীনের বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারে কিভাবে করোনা রোগীদের চিকিৎসা দিতে হবে। নিজেদের নিরাপত্তার বিষয়েও বেশ কিছু জানতে পারবে দেশের চিকিৎসকরা।

[৪] স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এই মুহুর্তে একশো আইসিইউ ইউনিটের কাজ চলছে। ক্রিটিকেল রোগীদের জন্য স্থাপন করছি। আমরা আরো সাড় তিন’শো আইসিইউয়ের জন্য অর্ডার করেছি। সেগুলো হয়তো কিছুটা সময়ের মধ্যে হাতে পাবো। এতে করে চারশো নতুন আইসিইউ ইউনিট হবে।

[৫] মন্ত্রী বলেন, করোনা টেস্ট করার জন্য আমাদের ৮টি মেশিন কাজ করছে। কিন্তু প্রশ্ন ওঠে একটি স্থানেই সব থাকায় কিছুটা ঝামেলা সৃষ্টি হয়েছে। তাই আমরা আরো ৭টি মেশিন নিয়ে আসা হয়েছে। এগুলো আমার ৭টি স্থানে স্থাপন করা হবে।

[৬] জাহিদ মালেক বলেন, এই মেশিনগুলো বসানো খুব সহজ উপায় না। প্রচুর এক্সেসরিজের প্রয়োজ আছে। যেই ল্যাব বানানো হবে সেগুলো বিশ্বস্বাস্থ সংস্থার নিয়ম অনুযায়ী লেবেল টুতে নিয়ে আসতে হবে। বায়ো সেফটি লেবেল টু তে রাখতে হবে এসব মেশিন।

[৭] মন্ত্রী বলেন, পিপিপি মাস্ক কয়েক লাখ হাতে আছে। চায়নাতে আরো সাড়ে তিন লাখ অর্ডার করা হয়েছে। এগুলো বাই এয়ারে আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়