শাহানুজ্জামান টিটু: [২] বিএনপি মহাসচিব প্রশ্ন তোলেন, বর্তমানে নির্বাচন নিয়ে যেখানে সাধারণ মানুষের অনাস্থা, সেখানে করোনা আতঙ্কে তারা কতটা ভোট কেন্দ্রমুখী হবে।
[৩] নির্বাচন কমিশন অমানবিক আচরণ করছেন বলেও অভিযোগ করেন তিনি। সেই সাথে আদালতের মতো জনসমাগমের স্থান বন্ধ রাখারও দাবি জানান মির্জা ফখরুল।
[৪] মির্জা ফখরুল বলেন, করোনা রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, এরই মধ্যে সব এলাকায় শাটডাউনের পরিবেশ তৈরি হয়েছে।
[৫] বৃহস্পতিবার বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক জরুরি ব্রিফিংয়ে এ দাবি জানান তিনি।