বিপুল জামান
সাধারণ ঠা-া জ্বর নিউমোনিয়া শ্বাসকষ্টের রোগীদের কোথাও চিকিৎসা দিচ্ছে না। সাধারণ হাসপাতাল বলছে ওই নির্দিষ্ট হাসপাতালে যান। নির্দিষ্ট চারটি হাসপাতাল বলছে আইইডিসিআরে যান। আইইডিসিআর বলছে এখানে এসেছেন কেন? প্রবাসী কারও সংস্পর্শে না এলে আমরা স্যাম্পল নিচ্ছি না। সাধারণ হাসপাতালে যান। আপনারা যারা খুব বলছিলেন এ রোগে ডাক্তাররা ঝুঁকিতে আছে, তাদের রক্ষার ব্যবস্থা নিতে হবেÑতারা দেখেন চিকিৎসকরা নিজেরাই নিজেদের রক্ষার ব্যবস্থা গ্রহণ করেছেন আক্রান্ত রোগীদের সেবা না দিয়ে। কিন্তু তাতে কি তারা বা অন্যরা বাঁচবেন? মোটেও না। প্রথমত, নৈরাজ্যের সৃষ্টি হবে। আপনি চিকিৎসা দেবেন না আর লোকে আপনাকে ছেড়ে দেবে? দ্বিতীয়ত, তারা যদি করোনা আক্রান্ত হয় তাহলে আরও অনেকের মাঝে ছড়িয়ে দেবে আর সেটা অবশ্যই এই ডাক্তার নার্সদের কাছেও পৌঁছবেই... তাই অবিবেচনাপ্রসূত কিছু না করাটাই চিকিৎসকদের উচিত হবে। ফেসবুক থেকে