শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার দোহাই দিয়ে কাজ না কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সমীরণ রায়: [২] শেখ হাসিনা আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধের পাশাপাশি স্বাভাবিক কাজ অব্যাহত রাখতে হবে। করোনার দোহাই দিয়ে আমরা কাজ কমিয়ে দেব, সেটি হবে না। এটা বৈশ্বিক সমস্যা, প্রতিরোধে যা যা করার তা করতে হবে।

[৩] সবাইকে সেলফ কোয়ারেনটাইনে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, এখন প্রযুক্তির সময়। তাই প্রযুক্তির মাধ্যমে অনেক কাজই করা যায়। তবে সবাইকে সতর্কভাবেই কাজ করতে হবে। আতঙ্ক ছড়িয়ে কাজ নেই। আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে রক্ষা করা।পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বিভাগীয় শহরে করোনার পরীক্ষার সরঞ্জাম রাখার ব্যবস্থা করতে স্বাস্থ্যমন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

[৪] তিনি বলেন, এনইসিতে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমরা একটি সিল বানিয়েছি। যারা বিদেশ থেকে আসবেন এবং কোয়ারেনটাইনে থাকবেন তাদের হাতে সিলটি দেয়া হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, পরিশ্রম আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

[৫] বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে করোনা ইস্যুতে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা শেষে তিনি এ নির্দেশ দেন বলে জানান পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়