বান্দরবান প্রতিনিধি: [২] বুধবার (১৮মার্চ) সকালে প্রেস ব্রিফিং এ সদর থানার পুলিশ এ তথ্য জানান, আটককৃত দুই জন হলেন,পালংখালি, উখিয়া,কক্সবাজারের বাসিন্দা,অংমেরাছা চাকমার মেয়ে, লাছিং ম্যা চাকমা (২৭) এবং অং কেউচ চিং চাকমার স্ত্রী,উক্যাংচিং তংঞ্চগ্যা।
[৩] পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের নির্দেশে এস, আই, জাহেদুল ইকবালের নেতৃত্বে জেলা সদরের বাসষ্টেশন এলাকার এম এ মজিদ এন্ড ফিলিং ষ্টেশনের পার্শে অভিযান চালিয়ে দুজনকে আটক করে তল্লাসি করে দুই নারীর পরিধানরত পাজামার মধ্যে অভিনব কায়দায় সেলাই করা ১৩টি বায়ু রোধক পেকেটে আনুমানিক আট লাখ টাকা মুল্যের দুই হাজার ছয়শত পিস ইয়াবা পায়।
[৪] অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. রেজা সরোয়ার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দ্বায়ের করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ