শিরোনাম
◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান ◈ ভারতের অসহায় সখিনা বেগম ঢাকার আদালতে, জামিন হয়নি শুনে অঝোরে কাঁদলেন মেয়ে

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে সঞ্জয় বাঙ্গারকে নিয়োগ দিচ্ছে বিসিবি!

নিজস্ব প্রতিবেদক : [২] দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ব্যাটিং পরামর্শক খুঁজছিলো বিসিবি। দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জি আগ্রহ দেখিয়েছেন সাদা বলে কাজ করার। বিসিবি চাইছে, ক্রিকেটের তিন ফরম্যাটের জন্য। এ অবস্থায় লাল বলের জন্য নতুন কাউকে খুঁজতে হচ্ছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটিকে। আর সে ক্ষেত্রে যে কয়জনের দিকে নজর, তার মধ্যে সবচেয়ে এগিয়ে ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।

[৩] সঞ্জয় বাঙ্গার ২০১৪ সাল থেকে ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্বকাপের পর প্রধান কোচ রবি শাস্ত্রীর চাকরি টিকে থাকলেও অন্যান্যদের সঙ্গে চাকরিচ্যুত হন তিনি।

[৪] বিসিবির নজরে থাকা টিম ইন্ডিয়ার সাবেক এই ক্রিকেটারকে জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকেই পাওয়ার ইচ্ছে বোর্ডের। কোনো কিছু এখনই চূড়ান্ত নয় উল্লেখ করে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আমরা বাঙ্গারের সঙ্গে কথা বলেছি তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। সে ছাড়াও আরও কয়েকজনের সঙ্গে আলাপ হচ্ছে টেস্ট ব্যাটিং পরামর্শক হিসেবে।

[৫] তবে টেস্টের জন্য আলাদা ব্যাটিং পরামর্শক নিয়োগের আগ পর্যন্ত ম্যাকেঞ্জিই সে দায়িত্ব পালন করার ব্যাপারে আশাবাদী। বিসিবি নির্বাহী বলেন, ম্যাকেঞ্জি সাদা বলের ব্যাটিং পরামর্শক হয়েও আপাতত লাল বলটাও দেখছেন। আমরা আশা করবো টেস্টের জন্য আলাদা কাউকে চূড়ান্ত করা পর্যন্ত সে এটি চালিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়