শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে সঞ্জয় বাঙ্গারকে নিয়োগ দিচ্ছে বিসিবি!

নিজস্ব প্রতিবেদক : [২] দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ব্যাটিং পরামর্শক খুঁজছিলো বিসিবি। দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জি আগ্রহ দেখিয়েছেন সাদা বলে কাজ করার। বিসিবি চাইছে, ক্রিকেটের তিন ফরম্যাটের জন্য। এ অবস্থায় লাল বলের জন্য নতুন কাউকে খুঁজতে হচ্ছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটিকে। আর সে ক্ষেত্রে যে কয়জনের দিকে নজর, তার মধ্যে সবচেয়ে এগিয়ে ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।

[৩] সঞ্জয় বাঙ্গার ২০১৪ সাল থেকে ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্বকাপের পর প্রধান কোচ রবি শাস্ত্রীর চাকরি টিকে থাকলেও অন্যান্যদের সঙ্গে চাকরিচ্যুত হন তিনি।

[৪] বিসিবির নজরে থাকা টিম ইন্ডিয়ার সাবেক এই ক্রিকেটারকে জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকেই পাওয়ার ইচ্ছে বোর্ডের। কোনো কিছু এখনই চূড়ান্ত নয় উল্লেখ করে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আমরা বাঙ্গারের সঙ্গে কথা বলেছি তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। সে ছাড়াও আরও কয়েকজনের সঙ্গে আলাপ হচ্ছে টেস্ট ব্যাটিং পরামর্শক হিসেবে।

[৫] তবে টেস্টের জন্য আলাদা ব্যাটিং পরামর্শক নিয়োগের আগ পর্যন্ত ম্যাকেঞ্জিই সে দায়িত্ব পালন করার ব্যাপারে আশাবাদী। বিসিবি নির্বাহী বলেন, ম্যাকেঞ্জি সাদা বলের ব্যাটিং পরামর্শক হয়েও আপাতত লাল বলটাও দেখছেন। আমরা আশা করবো টেস্টের জন্য আলাদা কাউকে চূড়ান্ত করা পর্যন্ত সে এটি চালিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়