সুজন কৈরী : [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ-বায়রা ।
[৩] বায়রা কার্যালয়ে সংগঠনের সভাপতি সংসদ সদস্য বেনজির আহমেদের সভাপতিত্বে সংগঠনের নির্বাহী কমিটির সদস্য গোলাম মাওলা রিপন, সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ।
[৪] বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বায়রা আগামী এক বছর বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান।
[৫] তিনি বলেন, পারিপার্শ্বিক পরিস্থিতি ভালো থাকলে আগামী এক বছর বায়রার সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে স্বল্পব্যয়ে দক্ষ কর্মী প্রেরণ করবে। এছাড়া আগামী এক বছরে বিনা খরচে অথবা অল্প ব্যয়ে এক হাজার কর্মী বিশ্বের বিভিন্ন দেশে প্রেরণ করবে। তাছাড়া বায়রার বিভিন্ন কর্মকাণ্ডে স্বচ্ছতা বৃদ্ধিতে কাজ করবে বর্তমান কমিটি।
[৬] বায়রার সভাপতি বেনজির আহমেদ এমপি বলেন, বঙ্গবন্ধু পরিবার বঙ্গবন্ধুকে নিয়ে গর্ববোধ করতেন। কেননা স্কুলজীবন থেকেই বঙ্গবন্ধু ছিলেন মানবিক ও পরোপকারী। অন্যের বিপদে এগিয়ে যেতেন। শত প্রতিকূল পরিবেশ বঙ্গবন্ধুকে থামিয়ে রাখতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর বঙ্গবন্ধু কর্মচারীদের দাবি-দাওয়ার আন্দোলনকে সমর্থন করেছিলেন। বঙ্গবন্ধু আমৃত্যু দেশ ও দেশের মানুষের কল্যাণের কথা ভেবেই সংগ্রাম চালিয়ে গেছেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।