ড. আসিফ নজরুল: সরকারের ভেতরে বা তার ধারেকাছে থাকার সুবাদে কোটিপতি হওয়া ব্যক্তিদের অনেকের সন্তান পড়ে বিদেশে বা দেশের বিদেশি মানের স্কুলগুলোতে। ফুল অটো গাড়ি, হ্যান্ড স্যানিটাজার, মাস্ক, স্কুলের পরিবেশ সব মিলিয়ে তারা থাকে কম ঝুঁকিতে। কিন্তু বাংলাদেশে আমজনতার বিপুলসংখ্যক সন্তানরা স্কুলে আসে গণপরিবহনে। স্কুলে থাকে না টয়লেট, হাত ধোয়ার পানি আর সাবানের সুব্যবস্থা। স্কুলের সামনে ফেরি করা খাবার থাকে উন্মুক্ত ও নোংরা। ফলে তাদের করোনায় সংক্রামিত হওয়ার ঝুঁকি অনেক বেশি।
সরকারের এসব না জানার কথা না। প্রশ্ন হচ্ছে তাহলে এতো কিছুর পরও কেন স্কুল বন্ধ দেওয়া হচ্ছে না? আমাদের শিশুদের এবং তাদের পরিবারগুলোকে এমন ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার অধিকার কে দিয়েছে এ সরকারকে? কেউ কেউ কিন্তু এর সাথে ১৭ মার্চ পালনের কোনো সম্পর্ক আছে কিনা এ সন্দেহ করছে। যদি সত্যি তা হয় তাহলে এটি হবে বঙ্গবন্ধুরই জীবনদর্শনের বিরাট অবমাননা। ফেসবুক থেকে