শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে মার্সেইকে ৩-০ গো‌লে হারা‌লো লিভারপুল ◈ আজ নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, ডা. শফিক ও নাহিদ  ◈ কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ, জনসমুদ্রে রূপ নিল বিএনপির জনসভা ◈ ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আজ ◈ ফুটবল বিশ্বকা‌পের দ‌লে কী  জায়গা পা‌বেন নেইমার? ◈ টি–২০ বিশ্বকাপই শেষ সুযোগ, সে‌মিফাইনা‌লে উঠতে না পারলে চাকরি হারা‌বেন ম্যাককালাম ◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি ◈ ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেয়ারবাজারে লেনদেন চলবে, জানাল ডিএসই

আবুল বাশার নূরু: [২] রোববার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় ধস নামলে দুপুরে বিনিয়োগকারীদের সাত সদস্যের একটি প্রতিনিধিদল নিকুঞ্জে অবস্থিত ডিএসইর কার্যালয়ে যান। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধিদল ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে শেয়ারবাজারে লেনদেন বন্ধ রাখার দাবি জানান।

[২] লেনদেন বন্ধ রাখার দাবি জানানো হলেও তা নাকচ করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

[৩] আব্দুর রাজ্জাক বলেন, ভয়াবহ দরপতন হওয়ায় আমরা দুই সপ্তাহের জন্য শেয়ারবাজারে লেনদেন বন্ধ রাখার দাবি জানিয়েছিলাম। তবে ডিএসইর এমডি বলেছেন এ মুহূর্তে লেনদেন বন্ধ করা হবে না।

[৪] তিনি বলেন, ডিএসইর এমডি আমাদের আশ্বস্ত করেছেন আগামীকাল থেকে বাজার ভালো হবে। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সবাই শেয়ারবাজার ভালো করতে চেষ্টা করছেন।

[৫] তিনি আরও বলেন, ডিএসইর এমডির এই আশ্বাসে আমরাও আশাবাদী। আমরা চাই এই বাজার ভালো হোক। এ জন্য আমরা আগামী দুইদিন দেখব। এর মধ্যে যদি বাজার ভালো না হয়, আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

[৬] ডিএসই পরিচালক রকিবুর রহমান বলেন, বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। আমি বিশ্বাস করি এই বাজার ভালো হবে। আমাদের এখানে শেয়ারবাজারে লেনদেন বন্ধ রাখার আইন নেই। ভারতের শেয়ারবাজারে সার্কিট ব্রেকার আছে। পতন অথবা উত্থানের কারণে সূচক সেই সার্কিট ব্রেকার স্পর্শ করলে লেনদেন সাময়িক বন্ধ রাখা হয়। কিন্তু আমাদের বাজারে সূচকের কোনো সার্কিট ব্রেকার নেই। কাজেই এটি করা যাবে না। সূত্র জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়