শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছা ছাত্রকল্যাণ সমিতির ক্রিকেট ট্যুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রেসিডেন্ট উইংস

রকি আহমেদ:[২] ঢাকাস্থ চৌগাছা ছাত্রকল্যাণ সমিতির প্রীতি ক্রিকেট ট্যুর্নামেন্টে সেক্রেটারি ট্রুপসকে ৪৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রেসিডেন্ট উইংস।

[৩] শনিবার (১৪ মার্চ) বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দীন হলের মাঠে এ ট্যুর্নামেন্ট শুরু হয়।

[৪] ম্যাচের শুরুতে টসে হেরে ১৫ ওভারে ১৩৮ রানের লক্ষ্য প্রদান করে প্রেসিডেন্ট উইংস। এরপর এ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ৯৩ রান তোলে সেক্রেটারি ট্রুপস। ৩৭ রান ও ১ উইকেট পেয়ে 'ম্যান অফ দ্যা ম্যাচ' পুরষ্কার পান উইংসের সোহেল মাহমুদ।

[৫] এদিকে ট্যুর্নামেন্টের শুরু থেকে মাঠে উপস্থিত ছিলেন চৌগাছা সমিতি ঢাকা'র সভাপতি লে. জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান এবং সাধারণ সম্পাদক যুগ্ম সচিব এম ইদ্রিস সিদ্দিকী।

চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি তুলে দেওয়ার সময় লে. জেনারেল হাবিবুর রহমান খান বলেন, এ ট্যুর্নামেন্ট শুধুমাত্র শরীরচর্চা নয়, ছাত্রছাত্রীদের মধ্যে বন্ধনও দৃঢ় করবে। চৌগাছার ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই তাদের মেধার কারনে ভালো জায়গায় পৌঁছে গেছে। তাদের যেকোন প্রয়োজনে চৌগাছা সমিতি-ঢাকা পাশে থাকবে।

এছাড়া যুগ্ম সচিব এম ইদ্রিস সিদ্দিকী বলেন, আমি যখন ৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন চৌগাছার কোন ছাত্রছাত্রী এখানে ছিল না, অথচ এখন ছাত্রছাত্রীতে পরিপূর্ণ। এটা নিঃসন্দেহে চৌগাছাবাসীদের জন্য একটা বড় অর্জন। এসময় তিনি শিক্ষার্থীদের চৌগাছার সন্তান হিসেবে চৌগাছাবাসীদের জন্য করণীয় দায়িত্ব পালনের আহবান জানান।

এসময় চৌগাছা সমিতি-ঢাকা'র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আলাউদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ মেহেদী হাসান মিঠু, প্রচার সম্পাদক নাহিদ হাসান, চৌগাছা সমিতির দাতা সদস্য নাজমুল হুদা বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন সম্পাদক সাইফুর রহমানসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়