শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছা ছাত্রকল্যাণ সমিতির ক্রিকেট ট্যুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রেসিডেন্ট উইংস

রকি আহমেদ:[২] ঢাকাস্থ চৌগাছা ছাত্রকল্যাণ সমিতির প্রীতি ক্রিকেট ট্যুর্নামেন্টে সেক্রেটারি ট্রুপসকে ৪৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রেসিডেন্ট উইংস।

[৩] শনিবার (১৪ মার্চ) বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দীন হলের মাঠে এ ট্যুর্নামেন্ট শুরু হয়।

[৪] ম্যাচের শুরুতে টসে হেরে ১৫ ওভারে ১৩৮ রানের লক্ষ্য প্রদান করে প্রেসিডেন্ট উইংস। এরপর এ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ৯৩ রান তোলে সেক্রেটারি ট্রুপস। ৩৭ রান ও ১ উইকেট পেয়ে 'ম্যান অফ দ্যা ম্যাচ' পুরষ্কার পান উইংসের সোহেল মাহমুদ।

[৫] এদিকে ট্যুর্নামেন্টের শুরু থেকে মাঠে উপস্থিত ছিলেন চৌগাছা সমিতি ঢাকা'র সভাপতি লে. জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান এবং সাধারণ সম্পাদক যুগ্ম সচিব এম ইদ্রিস সিদ্দিকী।

চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি তুলে দেওয়ার সময় লে. জেনারেল হাবিবুর রহমান খান বলেন, এ ট্যুর্নামেন্ট শুধুমাত্র শরীরচর্চা নয়, ছাত্রছাত্রীদের মধ্যে বন্ধনও দৃঢ় করবে। চৌগাছার ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই তাদের মেধার কারনে ভালো জায়গায় পৌঁছে গেছে। তাদের যেকোন প্রয়োজনে চৌগাছা সমিতি-ঢাকা পাশে থাকবে।

এছাড়া যুগ্ম সচিব এম ইদ্রিস সিদ্দিকী বলেন, আমি যখন ৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন চৌগাছার কোন ছাত্রছাত্রী এখানে ছিল না, অথচ এখন ছাত্রছাত্রীতে পরিপূর্ণ। এটা নিঃসন্দেহে চৌগাছাবাসীদের জন্য একটা বড় অর্জন। এসময় তিনি শিক্ষার্থীদের চৌগাছার সন্তান হিসেবে চৌগাছাবাসীদের জন্য করণীয় দায়িত্ব পালনের আহবান জানান।

এসময় চৌগাছা সমিতি-ঢাকা'র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আলাউদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ মেহেদী হাসান মিঠু, প্রচার সম্পাদক নাহিদ হাসান, চৌগাছা সমিতির দাতা সদস্য নাজমুল হুদা বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন সম্পাদক সাইফুর রহমানসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়