সুজন কৈরী : [২] পুরান ঢাকার কোতয়ালী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান ডুপ্লেক্স বোর্র্ডসহ ৩ জনকে আটক করেছে র্যাব-১০। আটককরা হলেন- নজরুল ইসলাম (২৭), মো. সাইফুল ইসলাম (১৯) মো. রাসেল (১৯)
[৩] আটকদের কাছ থেকে ২টি কাভার্ড ভ্যান, ও ৬৩০ বান্ডিল ডুপ্লেক্স বোর্ডর্, ৩টি মোবাইল ও নগদ ৬ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়েছে। বোর্ডগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে রাজধানীতে আনা হয়েছিল বলে জানিয়েছে র্যাব।
[৪] শনিবার র্যাব-১০ এর সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।