শিরোনাম
◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

শাহীন খন্দকার : [২] শনিবার সকালে শিশু হাসপাতালে হাম- রুবেলার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চিন্তাভাবনা চলছে। সঠিক সময়েই ব্যবস্থা নেয়া হবে। শিশু হাসপাতালে হাম-রুবেলার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

[৩] স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে শপিং মল ও শিল্প প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে আগামীকাল বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে। ইতালি থেকে ফেরাদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান জাহিদ মালেক। হোম কোয়ারেইন্টাইন উপেক্ষা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান। এসময় মন্ত্রী আরও জানান, আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৩ কোটি শিশুকে হাম- রুবেলার টিকা দেয়া হবে। যমুনা টিভি

[৪] প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীরা কোয়ারেন্টাইনে না গেলে জেল-জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরবর্তী সময়ে আক্রান্ত দেশগুলো থেকে কোনো যাত্রী দেশে এলে তাদেরও বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়া কেউ যদি এ নির্দেশ অমান্য করে, তাহলে জেল-জরিমানা করা হবে বলে জানান তিনি। সময় টিভি

[৫] স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এই মুহুর্তে বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা এতো বেশি সংখ্যক মানুষকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়ে দেশের কোটি কোটি মানুষকে আমরা ঝুঁকিতে ফেলতে পারি না। আজ ইটালি থেকে এসেছে ১৪২ জন, রাতে আসবে ৩০-৫০ জন, আগামীকাল আরও আসবে ৫০ জন।’ একুশে টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়