মশিউর অর্ণব : [২] শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৩৩০ জন, মৃত্যু হয়েছে ৫০ জনের এবং চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। ফক্স নিউজ, সি নেট, নিউজ উইক
[৩] ৪৪টি অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্র জুড়ে জাতীয় জরুরি অবস্থা জারির কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।
[৪] শনিবার এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, আমরা এমন একটি দেশ যারা সংকটময় ও জরুরি পরিস্থিতিতে সুরক্ষার জন্য সৃষ্টিকর্তার কাছে যাই।
[৫] অপর এক টুইটবার্তায় তিনি বলেন, রোববার আপনারা যে যেখানেই থাকেন, সবাই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে এই প্রার্থনায় অংশ নিন।
[৬] সকল মার্কিন নাগরিককে নিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে জয়ী হওয়ার আশাবাদও ব্যক্ত করেন ট্রাম্প।
[৭] পাশাপাশি, করোনাভাইরাস মোকাবেলায় ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেন তিনি।
[৮] ট্রাম্প জানান, বরাদ্দকৃত এই অর্থের বড় একটি অংশ দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যয় করা হবে।