শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের সফর নিয়ে সিদ্ধান্ত নেয়নি পিসিবি, সিরিজ শেষ করার ব্যাপারে তারা আশাবাদী

আক্তারুজ্জামান : [২] বিশ্বের নতুন আতঙ্ক করোনাভাইরাসের কারণে টালমাটাল বিশ্ব ক্রীড়াঙ্গন। যার প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। এমতাবস্থায় বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। যদিও তিন ধাপের সফরের দুটি ধাপ শেষ হয়েছে। একটি করে ওয়ানডে ও টেস্ট খেলার কথা শেষ ধাপে।

[৩] পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, বাংলাদেশের সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এরই মধ্যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে তার কথা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আশাবাদী তিনি।

[৪] সফর এখনই বাতিল করছে না পিসিবি। সিরিজটি আয়োজনের জন্য এখনও আশাবাদী পাকিস্তান। তাই তারা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী। করাচির মাঠে আতঙ্ক থাকলে অন্য মাঠে খেলা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

[৫] পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচের ফাঁকে ওয়াসিম খান বলেন শুক্রবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেছি। আগে তিনি তাদের বোর্ডের সঙ্গে কথা বলবেন। তার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, ইনশাআল্লাহ আগামী তিনদিনের মধ্যে পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে।

[৬] বাংলাদেশ এরই মধ্যে দুই দফায় পাকিস্তান সফর করে এসেছে। দুই দফায় পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। তৃতীয় দফায় ১ এপ্রিল একটি ওয়ানডে এবং ৫-৯ এপ্রিল একটি টেস্ট খেলার কথা রয়েছে টাইগারদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়