শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশব্যাপী কোয়ারেন্টাইনে রয়েছেন প্রায় হাজার মানুষ, নতুন কারও শরীরে করোনা ভাইরাস পাওয়া যায় নি, বললেন সেব্রিনা ফ্লোরা

শরীফ শাওন : [২] বিশ্বের ১২৭টি করোনা আক্রান্ত দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। সতর্কতা অবলম্বনে সকল বিদেশ ফেরত যাত্রীদের রাখা হচ্ছে হোম কোয়ারেন্টাইনে। শুক্রবার (১৩ মার্চ) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় ২৪ জনসহ এ পর্যন্ত মোট ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে তাদের কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

[৩] চাঁদপুর প্রতিনিধি: সম্প্রতি বিদেশ থেকে আসা ৬০৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।

[৪] মানিকগঞ্জ প্রতিনিধি : সোহেল হোসাইন : মানিকগঞ্জে এ পর্যন্ত ১৬৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেন সিভিল সার্জনের দায়িত্বে থাকা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান।

[৫] শরীয়তপুর প্রতিনিধি: মো. শাহিন : ভাইরাসে আক্রান্ত কিনা তা জানতে, শরীয়তপুরে ১৬২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আবদুর রশিদ।

[৬] কিশোরগঞ্জ প্রতিনিধি : আক্রান্ত হতে পারে সন্দেহে কিশোরগঞ্জের ভৈরবে এ পর্যন্ত মোট ৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে ৩২ জন বিদেশফেরত পুরুষ, বাকি দুজন নারী।

[৭] ফেনী প্রতিনিধি : সদ্য বিদেশ ফেরত ৯ জনকে তাদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ফেনী জেলার সিভিল সার্জন সাজ্জাদ হোসেন এ কথা জানান।

[৮] বগুড়া প্রতিনিধি : চার উপজেলার একজন করে মোট চারজনকে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন। তাদের সকলেই ইতোমধ্যে বিদেশ থেকে ছুটিতে এসেছেন।

[৯] পাবনা প্রতিনিধি : বিদেশ ফেরত ৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হলেও তাদের শরীরে এখনো করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

[১০] চট্টগ্রাম প্রতিনিধি : ইতালি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার পর এক শিক্ষককে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

[১১] কোয়ারেন্টাইনে যাওয়া প্রবাসীদের মধ্যে ইতালী, দক্ষিণ আফ্রিকা, মরিশাস, কাতার, কুয়েত, জর্দান, ওমান, মালদ্বীপ, বাহরাইন, ফ্রান্স, সৌদি আরব, ব্রুনাই, মালয়েশিয়া, দুবাই, গ্রীস, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, স্পেন, মালয়েশিয়া ও আমেরিকা ফেরত যাত্রী রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়