শিরোনাম
◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ◈ ইন্ডিগোর কর্মী সংকটে তিন দিনে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী ◈ প্রতিযোগীদের আগ্রাসী বাজার দখল, বাংলাদেশের রফতানিতে চাপ বাড়ছে ◈ সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির সাফ বার্তা: সময়মতো নির্বাচন চাই ◈ ভোক্তা অধিদপ্তরে কী কী ক্ষেত্রে অভিযোগ করতে পারবেন, কীভাবে করবেন ◈ বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস ◈ হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য ◈ ডিএমপি’র ৫০ থানার ওসি পদে রদবদল

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ১০:০৭ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষিতারবাবাকে খুনের দায়ে উত্তরপ্রদেশের বিজেপি নেতা কুলদীপ সেঙ্গারের ১০ বছরের কারাদণ্ড

মশিউর অর্ণব: [২] ২০১৭ সালে উত্তরপ্রদেশের উন্না-ওতে ধর্ষিতা কিশোরীর বাবাকে খুনের অপরাধে বিজেপির বহিষ্কৃত নেতাকে শুক্রবার এই সাজা শুনিয়েছে দিল্লির একটি আদালত। হিন্দুস্থান টাইমস, ইন্ডিয়া টুডে, দ্যা হিন্দু

[৩] কুলদীপ সেঙ্গারের ভাই অতুল সেঙ্গারকেও একই সাজা শুনিয়েছেন জেলা আদালতের বিচারক ধর্মেশ শর্মা।

[৪] নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেয়া হয়েছে।

[৫] অনিচ্ছাকৃত হত্যা, অপরাধমূলক এবং ইচ্ছাকৃতভাবে ক্ষতিসাধনসহ একাধিক ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়।

[৬] সাজা শোনানোর সময় বিচারক ধর্মেশ শর্মা বলেন, ‘আইন যে লঙ্ঘিত হয়েছে, সে ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। জনপ্রতিনিধি হিসাবে আইন মেনে চলাই কর্তব্য ছিল কুলদীপ সেঙ্গারের। কিন্তু তিনি যেভাবে গোটা অপরাধ সংঘটিত করেছেন, তাতে তার প্রতি নরম মনোভাব দেখানো যায় না।’

[৭] ২০১৭ সালে ধর্ষণের শিকার হওয়া কিশোরীটি আত্মহত্যার চেষ্টা করলে দেশব্যাপী আলোচনায় আসে মামলাটি।

[৮] অভিযোগ আনার পর সন্দেহজনক পরিস্থিতিতে মারা যান শিশুটির বাবা, দুই ফুপু ও মামলার এক স্বাক্ষী।

[৯] ২০১৮ সালের ৩ এপ্রিল বেআইনি অস্ত্র বাড়িতে রাখার অভিযোগে কিশোরীর বাবাকে গ্রেপ্তারের পরদিন পুলিশি হেফাজতে মারা যান তিনি।

[১০] বিজেপির এই নেতার সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত থাকায়, নির্যাতিতার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করায় এবং পুলিশি হেফাজতে তার উপর অত্যাচার চালানোর অপরাধে, অশোক সিংহ ভাদৌরিয়া ও কেপি সিংহ নামের দুই পুলিশ সদস্যকেও একই সাজা শুনিয়েছেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়