মুসফিরাহ হাবীব: ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। বাহুবলী সিনেমা মুক্তির পর থেকে গোটা ভারতেই এখন তার ক্রেজ। সম্প্রতি একটি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন প্রভাস। আর এতেই তার বিপরীতে একজন বলিউড অভিনেত্রীকে দেখা যাবে এবং সেটি ক্যাটরিনা কাইফ হতে পারেন বলে শোনা যাচ্ছে।
ডেকান ক্রনিক্যাল এক সূত্রের বরাতে এমন খবর দিয়ে জানিয়েছে, প্রাথমিকভাবে নির্মাতাদের পছন্দের তালিকায় আছেন ক্যাটরিনা কাইফ। এর আগে প্রভাসের সাহো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন এই অভিনেত্রী। যদিও পরবর্তী সময়ে চুক্তিবদ্ধ হননি। তবে এবার ক্যাটরিনাকেই চাইছেন প্রভাস।
প্রভাসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল সাহো। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সিনেমাটিতে তাদের রসায়ন ভক্তদের মনে ধরেছে। যদিও বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি ছবিটি।