এস এম নূর মোহাম্মদ: [২] ইসলামিক ফাউন্ডেশনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার প্রকল্পে কাজ করা ১০৭ জনের চাকুরি রাজস্ব খাতে নিয়ে স্থায়ী কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
[৩] এ সংক্রান্ত রিটের প্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে পরিকল্পনা, সংস্থাপন ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
[৪] আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবীর পল্লব। তিনি বলেন, এর আগে ইসলামিক ফাউন্ডেশনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার প্রকল্পে তাদের নিয়োগ দেয়া হয়। প্রকল্পের ওই নিয়োগ রাজস্ব খাতে নেয়ার দাবি জানিয়ে গত ৮ মার্চ ইসলামিক ফাউন্ডেশন কতৃপক্ষ বরাবর আবেদন করা হয়। আবেদনে সাড়া না দেয়ায় গত ১০ মার্চ রিট করা হয়।