পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসভা ইন্দ্রুপুল সংলগ্ন কাগজী পাড়া এলাকাসহ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেলা উপসচিব মনোয়ারা বেগম। রাস্তার পাশে সরকারি জায়গার ওপর গড়ে ওটা স্থাপনা উচ্ছেদ করা হয়।
বুধবার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান আরো উপস্থিত ছিলেন জাহেদ হোসেন প্রজেক্ট ম্যানাজার বর্ডার সেতু নির্মান প্রকল্প ক্রস, উপ প্রকল্প ব্যবস্থাপনা তাহসিনা বিনতে ইসলাম, কামরুল হাসান সার্ভেয়ার (সওজ) চট্টগ্রাম জোন, মোক্তাদির মওলা ড্রোপসমেইন (সওজ), দোহাজারি ও সড়ক বিভাগ।
চট্টগ্রাম জেলা পুলিশ, পটিয়া থানার পুলিশ, এবং ফায়ার সার্ভিসের উর্দ্বতন কর্মকর্তা ও ফায়ারম্যানের সহায়তায় পরিচালনা করা হয়।
এই বিষয়ে মনোয়ারা বেগম জেলা উপসচিব নির্বাহী ম্যাজিষ্ট্রেট (সওজ) বলেন, আমরা সরকারি জায়গার উপর স্থাপিত সব দালানকোটা ও দোকানকে সরিয়ে নেওয়ার জন্য গত মাসের ২৫ তারিখ নোটিশ দিয়েছি এবং মাইক দিয়ে প্রচার করেছি।
তিনি আরো বলেন পটিয়া ইন্দ্রুপুল বাইপাস সংলগ্ন সেতু প্রকল্পের কাজ যাতে নির্বিগ্নে হতে পারে সেজন্য আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। সম্পাদনা : আলআমিন ভূঁইয়া