শিরোনাম
◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসবে আগামী এক মাসে বলছে ‘হু’

রাশিদ রিয়াজ : [২] বিশ^স্বাস্থ্য সংস্থা ‘হু’এর আঞ্চলিক জরুরি পরিচালক রিচার্ড ব্রেননান বলেছেন কৌশল পরিবর্তন করেই ইরান করোনাভাইরাসের ওপর নিয়ন্ত্রণ আনতে সক্ষম হবে। রোববার ইরানের কোম শহরে রিচার্ড বলেন, তেহরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় জরুরি ভিত্তিতে করোনোভাইরাস প্রতিরোধে ওষুধ আনা সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক বিশ^ বিষয়টিকে নিয়ে রাজনীতিকিকরণ করছে। তবে ‘হু’ যথাসাধ্য চেষ্টা করছে যাতে ইরান এক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম আনতে পারে। ফারস নিউজ

[৩] ইরানে সর্বশেষ করোনাভাইরাসে ২৩৭ জন মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৯৪ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি জানান, ১০ হাজার স্বাস্থ্য কেন্দ্র, ৯ হাজার মেডিকেল ও ক্লিনিক্যাল সেন্টার করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

[৪] এদিকে ইরানের ওপর থেকে সব ধরণের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ স্পিকার ড. আলী লারিজানি। বিশ্বের বিভিন্ন দেশের সংসদ স্পিকারের কাছে লেখা চিঠিতে তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে চিকিৎসা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হয়েছে তা মানবতাবিরোধী। অমানবিক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারে সব দেশের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালানো জরুরি। ড. লারিজানি আন্তর্জাতিক আন্তসংসদীয় ইউনিয়নের প্রধান, ওআইসি’র সংসদীয় ইউনিয়নের মহাসচিব এবং এশিয়ান আন্তসংসদীয় ইউনিয়নের মহাসচিবের কাছেও আলাদা চিঠিতে এই আহ্বান জানিয়েছেন।

[৫] চিঠিতে তিনি ইরানের বিরুদ্ধে অমানবিক নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চিকিৎসা, ওষুধ এবং ল্যাব সংশ্লিষ্ট যন্ত্রপাতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। মার্কিন পদক্ষেপ করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে।

[৬] অন্যদিকে ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, তার দেশের ওপর খাদ্য ও ওষুধের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে মার্কিন সরকার যে দাবি করছে তা ডাহা মিথ্যা। তিনি ব্লুমবার্গ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এ অভিযোগ করে বলেছেন, ইরানের জনগণ সংকটময় দিনগুলোতে মার্কিন নিষেধাজ্ঞার কথা কখনই ভুলবে না। আমেরিকা ইরানের জনগণের ওপর দুঃসহ পরিস্থিতি চাপিয়ে দিয়েছ এবং এ বিষয়টি আগামীতে আন্তর্জাতিক আদালতে উত্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়