শিরোনাম
◈ ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, আতঙ্কে রাস্তায় মানুষের ভিড়, ধসে পড়েছে একাংশ ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ১২:৪১ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২০, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেলের দরের অস্বাভাবিক পতন প্রভাব ফেলেছে বিশ্বপুঁজিবাজারে, মন্দা পরবর্তী সময়ের সবচেয়ে খারাপ অবস্থা পার করলো সবগুলো প্রধান সূচক

আসিফুজ্জামান পৃথিল : [২] রাশিয়া এবং ওপেকের মধ্যে সমঝোতা ব্যর্থ হওয়ায় সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৩০ ডলারের নিচে নেমে গেছে। গত ৩০ বছরের মধ্যে এতো খারাপ পরিস্থিতি পার করেনি তেলের বাজার। সিএনএন, সিএনবিসি, ব্লুমবার্গ

[৩] এসঅ্যান্ডপি ৫০০ সূচক রোববার সন্ধ্যায়ই ৫ শতাংশ কমে যায়। ফলে ব্রেকিং সিস্টেম চালু হয়ে বন্ধ হয়ে যায় লেনদেন। ডাও ইন্ডাস্ট্রিয়াল সূচক কমে গেছে ১২০০ পয়েন্ট বা ৪.৯ শতাংশ। নাসডাক কম্পোজিট কমেছে ৪.৮ শতাংশ।

[৪] প্রভাব পড়েছে এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের শেয়ারগুলোতেও। অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি ২০০ সূচক দর হারিয়েছে ৭.৩ শতাংশ। সোমবারের এই পতন ২০০৮ সালের অক্টোবরের চেয়ে সবচেয়ে খারাপ। জাপানের নিক্কি ২২৫ সূচক ৫.১ শতাংশ দর হারিয়েছে। হংকং এর হ্যাংসেং হারিয়েছে ৪.২ শতাংশ। চীনের সাংহাই কম্পোজিটের পতন হয়েছে ৩ শতাংশ।

[৫] যুক্তরাষ্ট্রের ১০ বছরের পুরাতন ট্রেজারি নোট ০.৫ শতাংশ দর হারিয়েছে।

[৬] সৌদি আরব আবারও বিশ্ব তেলবাজারের নিয়ন্ত্রণ ফিরে পেতে একেবারেই কমিয়ে দিয়েছে তেলের দর। শুক্রবার ওপেকের প্রস্তাক করা তেলের উৎপাদন কমানোর প্রস্তাব প্রত্যাখান করে রাশিয়া।

[৭] লেনদেন শুরুর মুহুর্তেই দাম পড়তে শুরু করে ইউরোপীয়ান স্টকগুলোর। এফটিএসই ১০০ ৮.৫ শতাংশ দর হারিয়েছে। জার্মানির ডাক্স দর হারিয়েছে ৭.৪ শতাংশ। আর বিপি দর গারিয়েছে ইতিহাসের বৃহত্তম ২০ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়