সমীরণ রায়/সারোয়ার জাহান: [২] জনস্বাস্থ্য বিবেচনায় মুজিব বর্ষের ১৭ মার্চের আয়োজন সীমিত করা হয়েছে। যতোটা সম্ভব জনসমাগম পরিহার করে উদযাপন চলবে দেশব্যাপী। অন্যান্য কর্মসূচি চলমান থাকবে।
[৩] রোববার (৮ মার্চ) রাতের রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
[৪] ড. কামাল আবদুল নাসের চৌধুরী আরও বলেন, করোনা পরিস্থিতির কারণে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস ও সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত, বড় পরিসরে জনসমাগম করা হবে না, ১৭ই মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান হচ্ছে না, পরবর্তীতে হবে, বছরব্যাপী ছোট পরিসর কর্মসূচি পালন করা হবে।