শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে ইভটিজিংয়ের ঘটনায় আটক ৪

তাড়াশ প্রতিনিধি: [২] জেলার তাড়াশে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে তিন বখাটে কিশোর ও একটি যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন এসএসসি পরীক্ষার্থী ও একজন ভ্যান চালক রয়েছে। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

[৩] পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর মা থানায় এসে অভিযোগ করেন যে, তার মেয়ে কে মামলার এক নং আসামী বেত্রাশীন গ্রামের আব্দুস সোবাহানের ছেলে মো: রাকিব হোসেন (১৭) স্কুলে যাবার পথে প্রায়ই উত্যক্ত করতো। এনিয়ে একাধিকবার পারিবারিকভাবে জানানো হলেও তার কোন প্রতিকার হয়নি।

[৪] গত ৭ মার্চ বিকেল আনুমানিক চার টার দিকে বাড়ি থেকে কোচিংয়ে যাবার পথে রাকিব হোসেন তার তিন সহযোগী কাস্তা গ্রামের মো: জাহের আলীর ছেলে মো: নাছিম উদ্দিন(১৭), সাহেব আলীর ছেলে মো: আব্দুল জব্বার (১৫) ও মৃত: এন্তাজ আলীর ছেলে ভ্যান চালক মো: বাবুল আক্তার (১৮) কে সাথে নিয়ে মেয়েটির পথরোধ করে কু প্রস্তাব দেয়। এতে সে রাজী না হলে মেয়েটির হাত ধরে টানাটানি শুরু করলে সে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

[৫] পরে মেয়েটির মা তাড়াশ থানায় উল্লেখিত চারজন কে আসামী করে মামলা করলে, পুলিশ শুক্রবার রাতেই তাদের কে আটক করে। উল্লেখ্য, গত বছর ওই স্কুলে বখাটেদের অত্যাচারে ১০ স্কুল ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। পরে প্রশাসনের সহায়তায় তারা পুণরায় স্কুলে যাওয়া শুরু করে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়