শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩ মাসের মধ্যে দল গোছানোর প্রক্রিয়া সম্পন্ন হবে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি

বাংলাদেশ প্রতিদিন : [২] সেই লক্ষে স্থানীয় সরকারসহ সব নির্বাচনে অংশ নিচ্ছে, ভবিষ্যতেও নেবে দলটি। শীর্ষ নেতৃত্বের আশা, শিগগিরই বেগম খালেদা জিয়া কারা থেকে মুক্ত ও শারীরিকভাবে সুস্থ হয়ে কাউন্সিলের ডাক দেবেন।

[৩] লন্ডনে অবস্থান নেয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। জেলা বিএনপির কমিটি ছাড়াও অঙ্গসংগঠনের কমিটিগুলোর পুনর্গঠনও অনেক দূর এগিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক পর্যায়ের নেতাদের সমন্বয়ে দলের সাংগঠনিক কার্যক্রমও এগিয়ে চলছে। তৃণমূলকে উজ্জীবিত করতে মাঠপর্যায়ে সফর করার চিন্তাভাবনা করছে দলটি।

[৪] এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, নানামুখী সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। এখন বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর গোছানোর প্রক্রিয়া চলছে। শিগগিরই আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলবো। বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

[৫] বিএনপির নীতিনির্ধারকরা জানান, অতীতে নির্বাচন বর্জন করাকে ভুল সিদ্ধান্ত ছিলো। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। আর গণতন্ত্রের সবচেয়ে বড় দিক হলো নির্বাচন। ভোট বর্জন করলে বিকল্প কিছু থাকে না। কিন্তু ভোটে অংশ নিলে জয় পরাজয় যাই হোক এ নিয়ে আলোচনা বা ইস্যু তৈরি করার সুযোগ থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে সিনিয়র নেতারা এ ব্যাপারে একমত।

[৬] এ দিকে বিএনপির সিনিয়র নেতারা জানান, বেগম জিয়ার মুক্তির জন্য আইনি লড়াইয়ে আর ভরসা পাচ্ছেন না। তাই এখন রাজপথের আন্দোলন কর্মসূচির দিকে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে আন্দোলন কর্মসূচিতে যাওয়ার আগেই দলকে গুছিয়ে ফেলতে চায় হাইকমান্ড। আগামী ৩ মাসের মধ্যেই দল গোছানোর প্রক্রিয়া সম্পন্ন করার কথাও বলছেন দায়িত্বশীল নেতারা।

[৭] দলের কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, দ্রæততম সময়ের মধ্যে অঙ্গসহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি কারাগারে থাকা দলের প্রধান বেগম খালেদা জিয়াও সংশ্লিষ্টদের মাধ্যমে এ বার্তা দিয়েছেন।

[৮] তাদের নির্দেশনায় অঙ্গসংগঠনের কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। এ দিকে দু-একটি ছাড়া প্রায় সব অঙ্গসহযোগী সংগঠনগুলোর কর্মকান্ডে ক্ষুব্ধ দলের নীতিনির্ধারকরা। বিশেষ করে সদ্য সমাপ্ত ঢাকার দুই সিটি ভোটে দু-একটি অঙ্গসংগঠন ছাড়া বাকিদের ভূমিকায় হতাশ বিএনপি। তাই কমিটি ঢেলে সাজানোর নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ২ মাসের মধ্যেই সব অঙ্গসহযোগী সংগঠনের কমিটি গঠনে অলিখিত আলটিমেটাম দেয়া হয়েছে। অনুলিখন : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়