মিনহাজুল আবেদীন : [২] সোমবার বিবিসি বাংলার পরিক্রমা অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের সাথে সম্পর্ক দীর্ঘ সময়েরপেক্ষাপটে দেখতে হবে। বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো বাজে মন্তব্য করা যাবে না। অতিথিকে যথাযথ সম্মান দিতে হবে।
[৩] পররাষ্ট্রমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদির ঢাকায় আসছে এটা আমাদের জন্য ভাগ্য। প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে দেখভাল করতে হবে। মেহমান দায়িত্বে কোনো ত্রুটি রাখা যাবে না। কারণ তিনি দেশের জনগণের আশা, আকাঙ্খা ও প্রত্যাশা পূরণ করবে।
[৪] একই অনুষ্ঠানে ঢাবি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন, সফর নিয়ে সরকার বিব্রতকর অবস্থায় পড়লেও এ বিষয় নিয়ে অন্য কোনো বাজে মন্তব্য করা যাবে না। কারণ অনেক আগেই তাকে দাওয়াত দেয়া হয়েছে। সুতরাং এই মুহুর্তে তাকে আসতে নিষেধ করলে আন্তর্জাতিক মহলে প্রভাব পড়বে। বরং তাকে যথাযথ সম্মান দিতে হবে। নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। যা দেশের জন্য সফলতা আনবে। সম্পাদনা: রাশিদ