আসিফুজ্জামান পৃথিল : [২] নিহতদের মধ্যে রয়েছে এক রোহিঙ্গা শিশুও। রোববারি স্থানীয় বাসিন্দা ও এক আইনপ্রণেতা গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। ইয়ন নিউজ
[৩] ঐতিহাসিক মন্দির শহর মারুক উ হয়ে যাবার সময় সেনাবাহিনীর কনভয়ে আক্রমণ চালায় আরাকান আর্মির সদস্যরা। বিষয়টি জানিয়েছেন আরাকান আর্মির মুখপাত্র খিন তু খা এবং স্থানীয় এমপি তুন থার সেইন।
[৪] দুজন সামরিক মুখপাত্রকে রয়টার্স ফোন করলেও তারা তা ধরেননি। এ বিষয়ে তারা কোনও বিবৃতিও দেননি।
[৫] বেসামরিক হতাহতের ব্যাপারে সরকারি বাহিনীকে দায়ি করেন খিন তু খা।
[৬] এক সরকারি কর্মকর্তা বলেচেন, তার এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার নেই। এই এলাকায় ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ এবং সাংবাদিকদেরও প্রবেশাধিকার নেই।
[৭] আরাকান মুখপাত্র এক বিবৃতিতে জানান, সেনাবাহিনীর আর্টিলারি শেরের আঘাতে বু তা লোন গ্রামের এই ৫ বেসামরিক রোহিঙ্গার মৃত্যু হয়।
[৮] এমপি যিনি একজন চিকিৎসক, তিনি জানান, আহত অন্য রোহিঙ্গাদের তিনি নিজেই চিকিৎসা করছেন।
[৯] বিভিন্ন সূত্র বলছে আহত রোহিঙ্গাদের সংখ্যা ১১। এর মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর।