শিরোনাম
◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক ◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০১:১৬ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুজব-গণপিটুনি রোধে ৫ দফা নির্দেশা দিলেন হাইকোর্ট

এস এম নূর মোহাম্মদ : [২] ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনুকে হত্যার ঘটনায় জারি করা রুলের শুনানি শেষে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ নির্দেশনা দেন।

[৩] এতে বলা হয়েছে, প্রত্যেক এএসপি তার অধীনের প্রতিটি থানার ওসির সঙ্গে ৬ মাসে অন্তত ১ বার গণপিটুনি প্রবণতার বর্তমান অবস্থা নিয়ে বেঠক করবেন। এ বিষয়ে সচেনতা তৈরির লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রচারণা অব্যাহত রাখবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোন ধরনের অডিও, ভিডিও, খুদে বার্তা যা গুজব সৃষ্টি বা মানুষকে উত্তেজিত করতে পারে তা বন্ধের ব্যবস্থা গ্রহণ করবেন। গণপিটুনির ঘটনায় কোন রকম দেরি না করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফআইআর নিতে বাধ্য থাকবে এবং তা সংশ্লিষ্ট পুলিশ সুপারকে অবহিত করবেন।

[৪] এছাড়া গণপিটুনিতে রেনু হত্যার ঘটনায় ঢাকার জেলা শিক্ষা অফিসার উত্তর বাড্ডা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের অবহেলার ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এর আগে গত বছরের ২৬ আগস্ট গণপিটুনিতে নিহতদের জীবন রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

[৫] গুজবকে কেন্দ্র করে গত বছরের ২০ জুলাই রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে রেনুকে হত্যার ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান জনস্বার্থে রিট দায়ের করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়