শরীফ শাওন : [২] ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ বলেন, সারাদেশে কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করতে না পারলেও ক্যাম্পাস নিয়ে শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। ক্যাম্পাসের পরিবেশগত ভারসাম্য রক্ষার অংশ হিসেবে পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের প্রায় ১৩০ শিক্ষার্থী ১২ দলে বিভক্ত হয়ে দলবদ্ধভাবে আবর্জনা কুড়াচ্ছে। অধিবর্ষের এই ব্যতিক্রমী দিনকে বেছে নেয়া হয়েছে কর্মসূচি পালনে।
[৩] বিভাগের প্রভাষক বিপুল রায় বলেন, ‘ইকো ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে এর আগেও আমরা প্লাস্টিক নিয়ে কাজ করেছি। অভিযানের মাধ্যমে আমরা জানাতে চাই প্রতিদিন কি পরিমান আবর্জনা হয়। এখান থেকে পুনর্ব্যবহারযোগ্য আবর্জনাগুলো সংগ্রহ ও বাকিগুলো ধ্বংশ করা হবে।
[৪] শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।