সিরাজুল ইসলাম: [২] গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সভাপতি রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এসব কথা বলেন।
[৩] বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে ভোক্তাদের পক্ষ থেকে দাম কমানোর পক্ষে যুক্তিসঙ্গতভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছিল। ওইসব যুক্তি কোনোভাবেই খণ্ডন করতে পারেনি কর্তৃপক্ষ। কিন্তু সব যুক্তি অগ্রাহ্য করে গ্রাহক পর্যায়ে ৫ দশমিক ৩ শতাংশ দাম বাড়ানো হয়েছে।
[৪] বিদ্যুতের দাম বাড়ানোয় জনগণের ওপর আর্থিক চাপ তৈরি হবে, পণ্যমূল্যও বেড়ে যাবে। জীবনযাত্রার ব্যয় বাড়বে; যা সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে জনজীবনের সংকট বাড়াবে।
[৫] তারা ঢাকায় ওয়াসার ২৪.৯৭ শতাংশ ও চট্টগ্রামে ২৫ শতাংশ পানির দাম বাড়ানোরও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
[৬] তারা বলেন, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোয় শিল্প উৎপাদন; বিশেষ করে পোশাক খাত ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। বাধাগ্রস্ত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি।