শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্যুতের দাম বাড়ানো অযৌক্তিক ও এক পেশে, জনগণের দুর্ভোগ বাড়বে, বর্ধিত দাম প্রত্যাহার চায় ওয়ার্কার্স পার্টি

সিরাজুল ইসলাম: [২] গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সভাপতি রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এসব কথা বলেন।

[৩] বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে ভোক্তাদের পক্ষ থেকে দাম কমানোর পক্ষে যুক্তিসঙ্গতভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছিল। ওইসব যুক্তি কোনোভাবেই খণ্ডন করতে পারেনি কর্তৃপক্ষ। কিন্তু সব যুক্তি অগ্রাহ্য করে গ্রাহক পর্যায়ে ৫ দশমিক ৩ শতাংশ দাম বাড়ানো হয়েছে।

[৪] বিদ্যুতের দাম বাড়ানোয় জনগণের ওপর আর্থিক চাপ তৈরি হবে, পণ্যমূল্যও বেড়ে যাবে। জীবনযাত্রার ব্যয় বাড়বে; যা সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে জনজীবনের সংকট বাড়াবে।

[৫] তারা ঢাকায় ওয়াসার ২৪.৯৭ শতাংশ ও চট্টগ্রামে ২৫ শতাংশ পানির দাম বাড়ানোরও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

[৬] তারা বলেন, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোয় শিল্প উৎপাদন; বিশেষ করে পোশাক খাত ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। বাধাগ্রস্ত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়