শিরোনাম
◈ বাসায় ফিরেছেন তারেক রহমান, কৃতজ্ঞতা প্রকাশ ◈ পে স্কেল নিয়ে নতুন কর্মসূচির পথে সরকারি কর্মচারীরা ◈ ১৬ মিনিটের সম্পূর্ণ বক্তব্যে যা বললেন তারেক রহমান (ভিডিও) ◈ এবার ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ◈ অসুস্থ মাকে দেখে গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ইতিবাচক দেখছে জামায়াত, নজর থাকবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনায়: জামায়াত আমির ◈ জাতীয় নির্বাচন: বিএনপির সঙ্গে পর্দার আড়ালে ছোটদলগুলোর আলোচনা ◈ অবশেষে হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান ◈ লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা, কারা অধিদপ্তরের সতর্কবার্তা ◈ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্র্যাথওয়েটের ধারনা, ফুটবল ধর্ম হলে মেসি হতেন এর ঈশ্বর

স্পোর্টস ডেস্ক : লুইস সুয়ারেজ, উসমান দেম্বেলের ইনজুরিতে একজন স্ট্রাইকার হলেই চলতো বার্সেলোনার। সে সুযোগে কপাল খুলে যায় ডেনমার্কের মার্টিন ব্র্যাথওয়েটের।
লেগানেসে খেলা ডেনিশ এই স্ট্রাইকারকে দলে টানে কাতালান ক্লাবটি। ক্যারিয়ারে মাঝারি মানের দলে খেলা ব্র্যাথওয়েটের জন্য বার্সেলোনা নামটাই ছিল বিশাল কিছু। আর লিওনেল মেসি তো ২৮ বছর বয়সী স্ট্রাইকারের কাছে বিশেষ কিছু। মেসিকে সতীর্থ হিসেবে পাওয়া, তার সঙ্গে মাঠে একসঙ্গে খেলা। সবকিছুই ব্র্যাথওয়েটের জন্য রোমাঞ্চকর।

আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসিতে মুগ্ধ ডেনিশ ব্র্যাথওয়েট। তার কাছে মেসিকে মানুষ নয় বরং ফুটবল ঈশ্বর বলেই মনে হয়। মেসির প্রতি ব্র্যাথওয়েটের ভালোবাসা এতোটাই প্রবল যে, ন্যু ক্যাম্পে ‘এইবার’ কে উড়িয়ে দেওয়া ম্যাচে মাঠে উদযাপনের সময় আর্জেন্টাইন ফরোয়ার্ডের আলিঙ্গন পান ব্র্যাথওয়েট। খেলা শেষে ওই ম্যাচে দুটি গোলে অ্যাসিস্ট করা ব্র্যাথওয়েট জানিয়েছিলেন, মেসি তাকে জড়িয়ে ধরেছিলেন বলে ওইদিনের পরিহিত জার্সি আর কখনও ধোবেন না। আরো একবার মেসিকে প্রশংসায় ভাসালেন ডেনিশ ফুটবলার। ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে নিয়ে ব্র্যাথওয়েট বলেন, তিনি মাঠে যা করেন, সেটা কেউই করতে পারবে না। ফুটবল যদি ধর্ম হতো, তাহলে হয়তো মেসি হতেন ঈশ্বর। তিনি ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারেন। অসাধারণ একজন খেলোয়াড়।

দলবদলের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অনুমতি নিয়ে ব্র্যাথওয়েটকে দলে ভেড়ায় বার্সা। গত ২০ ফেব্রæয়ারি ১ কোটি ৮০ লাখ ইউরোতে ন্যু ক্যাম্পে যোগ দেন ব্র্যাথওয়েট। তবে তাতে খুশি হতে পারেনি কাতালুনিয়া সমর্থকরা। বড় ম্যাচে ভালো করে দর্শকদের মন জিততে চান ব্র্যাথওয়েট। লা লিগায় খেলতে পারলেও চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নামতে পারবেন না এ ২৮ বছর বয়সী ডেনিশ ফুটবলার। নাপোলির বিপক্ষে মাঠে না নামলেও এসেই ‘এল ক্লাসিকোর’ স্বাদ পেতে যাচ্ছেন ব্র্যাথওয়েট।

আগামী রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। তার আগে এ ম্যাচ নিয়ে ব্র্যাথওয়েট বলেন, এটা দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলা। এটি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমার এই ম্যাচ থেকে অনেক কিছু শিখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়