[২] আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা।
[৩] মঙ্গলবার ভোর রাতে উপজেলার গয়ড়া সীমান্তে অভিযান চালিয়ে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটক চোরাকারবারীর নাম গগন হোসেন (২৩)। সে কলারোয়া উপজেলার কাঁদপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
[৪] র্যাব সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, চোরাকারবারী অবৈধ ভাবে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।
[৫] এসময় সেখান থেকে ১০০ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন ও দুটি সীম কার্ড ও একটি মেমোরীকার্ডসহ উক্ত মাদক চোরকারবারীকে হাতে নাতে আটক করা হয়। তিনি আরো জানান, আটক মাদক চোরাকারবারীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। সম্পাদনা : রাকিবুল