শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘আমার মাথাটা অন্যদের থেকে একটু হলেও ভালো’

[২]একটা সময়ে টেস্টে ডাবল সেঞ্চুরি ছিল বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য সোনার হরিণ। ২০১৩ সালে শ্রীলংকার মাঠে প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। তার দেখাদেখি সাকিব আল হাসান ও তামিম ইকবাল ডাবল সেঞ্চুরি করেছেন। টেস্ট মর্যাদা পাওয়ার পর গত ১৯ বছরে ৫টি ডাবল সেঞ্চুরি করেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। তার মধ্যে একাই ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিক।

[৩]শুধু তাই নয়, টেস্টে দুইশ রানের জুটি বাংলাদেশের দশটি, এর পাঁচটিতেই রয়েছেন মুশফিক। এই সংস্করণে নিজের অর্জনের জন্য টেস্টে নিজেকে দেশের সর্বকালের সেরা ভাবেন?

এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, এটার উত্তর দেয়া সত্যিই কঠিন। আমি কখনও নিজেকে সর্বকালের সেরা মনে করি না। আপনারা অনেক সময়ই বলেছেন যে আমার টেকনিক, টেম্পারমেন্ট, নিবেদন এগুলো হতে পারে। কিন্তু আমার কাছে কখনও মনে হয় না।

[৪]জিম্বাবুয়ের বিপক্ষে সোমবার মিরপুর শেরেবাংলায় ২০৩ রানের অপরাজিত ইনিংস খেলা মুশফিক আরও বলেন, আমি যখন আমার ব্যাটিংয়ের হাইলাইটস দেখি তখন নিজের কাছে অতটা ভালো লাগে না। তখন মনে হয়, তামিমের মতো ওই ড্রাইভটা যদি করতে পারতাম বা সাকিবের মতো ওই কাট বা অন ড্রাইভ করতে পারতাম। এমন অনেক কিছু মনে হয়।

[৫]টেস্ট ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ ৪ হাজার ৪১৩ রান সংগ্রহ করা মুশফিক আরও বলেন, আমার মাথাটা অন্যদের থেকে একটু হলেও ভালো। যেটা আমি সব সময় ব্যবহার করার চেষ্টা করি। আমি আমার সীমাবদ্ধতা জানি এবং কখন কী করার চেষ্টা করতে হয় তাও জানি। সেগুলো থেকে আমি শিখতে পারি এবং সেগুলো করার চেষ্টা করি।যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়