রেজাউল করিম, শ্রীনগর প্রতিনিধি: [২] গত শনিবার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুরে এ ঘটনা ঘটে। সোমবার সকালে ওই শিশুর মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।
[৩] পুলিশ ও এলাবাসী সুত্রে জানাগেছে, গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মৃত সামসুদ্দিনের পুত্র বিল্লাল হোসেন প্রতিবেশী ৫ বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার ঘরে ডেকে এনে ধর্ষনের চেষ্টা চালায়।
[৪] এ সময় শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে লম্পট বিল্লাল পালিয়ে যায়। রাতে শিশুটি অসুস্থ্য হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
[৫] এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি তদন্ত মো. হেলাল উদ্দিন বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ও আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী