শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কোনো খেলোয়াড় নিয়ে আমরা চিন্তিত নই, সংবাদ সম্মেলনে সালমা

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতেই জিতেছে বাংলাদেশ। কিন্তু এবার লড়াইটা অনেক বড় মঞ্চে। টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে। সেখানে ভারত অপ্রতিরোধ্য, শক্তিশালী। স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত। সোমবার পার্থেও তারা বিজয়ের ঝাণ্ডা উড়াতে চায়। কিন্তু বাংলাদেশ অত সহজে ছাড় দেবে না তা সাফ জানিয়ে রেখেছেন অধিনায়ক সালমা খাতুন।

ভারতের কোনো খেলোয়াড়কে নিয়ে আমরা চিন্তিত নই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ম্যাচটা আমরা দেখেছি। খুবই ভালো ম্যাচ ছিল। ওরা যেটা করেছে আমরা আমাদের খেলা নিয়ে ভাবছি। আমরা আমাদের ম্যাচ বাই ম্যাচ যাব। আমরা বিশ্বকাপ খেলতে এসেছি নিজেদের লক্ষ্য নিয়ে। সেভাবেই এগিয়ে যাবো। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন সালমা।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ মুখোমুখি হয়েছিলো পাকিস্তানের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচ হলেও দুই দলের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিলো। শেষ হাসিটা হেসেছিলো জানাহারা- রুমানারা। মূল মঞ্চে নামার আগে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগ্রেস শিবিরে।

সালমা বলেন, পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ ছিলো। একটা হয়নি। পাকিস্তানের বিপক্ষে হয়েছে, আমরা ওই ম্যাচ জিতে ভালো পজিশনে গিয়েছি। বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ ছিলো। ওভার অল ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবটাই ভালো ছিলো। আমাদের জন্য জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিলো। মূল ম্যাচে নামার আগে যে জয় এসেছে সেজন্য সবাই বেশ উচ্ছ্বাসিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়