শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কোনো খেলোয়াড় নিয়ে আমরা চিন্তিত নই, সংবাদ সম্মেলনে সালমা

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতেই জিতেছে বাংলাদেশ। কিন্তু এবার লড়াইটা অনেক বড় মঞ্চে। টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে। সেখানে ভারত অপ্রতিরোধ্য, শক্তিশালী। স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত। সোমবার পার্থেও তারা বিজয়ের ঝাণ্ডা উড়াতে চায়। কিন্তু বাংলাদেশ অত সহজে ছাড় দেবে না তা সাফ জানিয়ে রেখেছেন অধিনায়ক সালমা খাতুন।

ভারতের কোনো খেলোয়াড়কে নিয়ে আমরা চিন্তিত নই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ম্যাচটা আমরা দেখেছি। খুবই ভালো ম্যাচ ছিল। ওরা যেটা করেছে আমরা আমাদের খেলা নিয়ে ভাবছি। আমরা আমাদের ম্যাচ বাই ম্যাচ যাব। আমরা বিশ্বকাপ খেলতে এসেছি নিজেদের লক্ষ্য নিয়ে। সেভাবেই এগিয়ে যাবো। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন সালমা।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ মুখোমুখি হয়েছিলো পাকিস্তানের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচ হলেও দুই দলের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিলো। শেষ হাসিটা হেসেছিলো জানাহারা- রুমানারা। মূল মঞ্চে নামার আগে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগ্রেস শিবিরে।

সালমা বলেন, পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ ছিলো। একটা হয়নি। পাকিস্তানের বিপক্ষে হয়েছে, আমরা ওই ম্যাচ জিতে ভালো পজিশনে গিয়েছি। বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ ছিলো। ওভার অল ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবটাই ভালো ছিলো। আমাদের জন্য জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিলো। মূল ম্যাচে নামার আগে যে জয় এসেছে সেজন্য সবাই বেশ উচ্ছ্বাসিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়