রাশিদ রিয়াজ : ভারতের মহারাষ্ট্রের রাজ্য পশুপালন দফতরের কর্মকর্তা এসপি সিং জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় লোকে চিকেন কেনাই বন্ধ করে দিয়েছে। এধরনের ভুয়ো খবর ছড়ানোর জেরে ১৫ দিনে ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে পোলট্রি সেক্টরে। আতঙ্কে মহারাষ্ট্রে লোকে চিকেন খাওয়াই কমিয়ে দিয়েছে। বৃহস্পতিবার সরকারি এক সূত্রে এই আর্থিক ক্ষতির কথা জানানো হয়। এই ক্ষতির অঙ্ক আরও বাড়বে বলেই তার ধারণা। ইয়ন/টাইমস অব ইন্ডিয়া
মহারাষ্ট্রে প্রতিদিন ৩,৫০০ মেট্রিক টন চিকেন বিক্রি হত। এখন তা নেমেছে ২০০০ মেট্রিক টনে। চিকেন নিয়ে মানুষের মনে গেঁথে-বসা এই ভীতি কাটাতে ভারতে সরকারি তরফে মহারাষ্ট্রে ব্যাপক প্রচার শুরুর পর বিক্রি ২৫০০ মেট্রিক টন হয়েছে। কিন্তু, চিকেন-ভীতি এখনও পুরোপুরি কাটেনি।
পশুপালন বিভাগের কমিশনার এসপি সিং জানান, পুনে পুলিশের সাইবার সেলে মুরগির মাংস থেকে করোনাভাইরাস ছড়াচ্ছে বলে একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় যে সব গুজব ছড়ানো হয়েছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
এসপি সিং জানান, করোনাভাইরাসের বাহক মানুষই। মানুষ থেকে মানুষে ছড়ায়। চিকেন থেকে করোনাভাইরাস ছড়াচ্ছে, এমন কোনও বৈজ্ঞানিক সত্যতার প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি।