শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু পুলিশ নয়, মাদক নির্মূলে জনগণকেও দায়িত্ব নিতে হবে

আসিফ কাজল: ইভটিজিং, মাদক ও জঙ্গীবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এসব আজ গোটা বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যা নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল না হয়ে গোটা শিক্ষিত যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তবেই একসময় বাংলাদেশ সোনার বাংলায় রূপ নেবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে জনসচেতনামূলক এক মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন। পুলিশের স্থানীয় ভোলাব তদন্ত কেন্দ্র এই সভার আয়োজন করে।

সভায় গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বিশ্ববিদ্যালয় পড়াশোনার জায়গা; র‌্যাগিং, ইভটিজিং, মাদক ও জঙ্গীবাদসহ এ ধরণের সব অপকর্মের বিরুদ্ধে ইউনিভার্সিটি ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে থাকে। তারপরও কেউ এই অপরাধে জড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এ সময় স্থায়ী ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শিঘ্রই সহকারী প্রক্টর ও সহকারী ছাত্রবিষয়ক পরিচালক নিয়োগের কথা বলেন তিনি।

সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজি বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণ সহায়তা করলেই কেবল পুলিশ তার সঠিক দায়িত্ব পালন করতে পারে। তিনি বলেন, ইভটিজার কিংবা মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ক্ষতিই করে না, পাশাপাশি সমাজকেও ধ্বংসের পথে নিয়ে যায়। এ সময় গ্রিন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের যেকানো প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়ার আহ্বান জানান তিনি।

গ্রিন ইউনিভার্সিটি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রিন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, প্রক্টর কে এম ওয়াজেদ কবির, নারায়ণগঞ্জ জেলা সি-সার্কেল সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজি, সিসিডি পরিচালক ড. খান সরফরাজ আলী, রূপগঞ্জ থানাধীন ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়