শিরোনাম
◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার? ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই‌য়ে সিলেট টাইটান্স‌কে হারিয়ে ‌বি‌পিএ‌লের কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স ◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাফুফের নির্বাচনে সভাপতি পদে সালাউদ্দিনের বিরুদ্ধে লড়বেন বাদল রায়

এল আর বাদল : ফুটবল সংগঠক ও শিল্পপতি তরফদার মো. রুহুল আমিন বাফুফের নির্বাচন থেকে পিছুটান দিলেও মাঠ খালি রাখতে নারাজ সাবেক তারকা ফুটবলার বাফুফের বর্তমান সহ সভাপতি বাদল রায়। আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য ফুটবল ফেডারেশনের নির্বাচনে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে সভাপতি পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

আজ মোহামেডান ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি অনেক দিন অসুস্থ ছিলাম। সেখান থেকে আমি নতুন জীবন নিয়ে এসে ফুটবলের উন্নয়নে কাজ করার চেষ্টা করি। ফুটবলের ভালো খারাপে সব সময়ই থাকি। ফুটবলের কর্মকাণ্ডে খারাপ কিছু আমার সহ্য হয় না। ৩৮০ উপজেলায় ট্যালেন্ট হান্টিং করলাম। পরিকল্পনা নিলাম। সবকিছু নিয়ে বহুবার বসতে বলেছি বর্তমান সভাপতি সালাউদ্দিন ভাইকে। একাডেমি আমার প্রস্তাব ছিলো। তৈরিও করেছিলাম। দুঃখ লাগে, সবকিছুই হারালাম। সিলেটে অনূর্ধ্ব ১৬ দল চ্যাম্পিয়ন হলো। পরে খেলোয়াড়রা সবাই হারিয়ে গেলো। আসলে সালাউদ্দিনের সাংগঠনিক দক্ষতা একেবারেই নেই। তিনি শুধু চেয়ারটা উপভোগ করছেন।

বাদল রায় বলেন, তরফদার রুহুল আমিনের আর্থিক সহায়তায় শেখ কামালের স্মরণে টুর্নামেন্ট করেছি। সালাউদ্দিনের মুখে কখনও শেখ কামালের নাম নিতে শুনিনি। উনি নাকি কামালের বন্ধু। যিনি ফুটবলকে ধ্বংস করেছেন, সেই সালাউদ্দিনকে তো সমর্থন করা যায় না। তাই ফুটবলকে বাঁচাতে এবং ফুটবলের জাগরণ সৃষ্টি করার লক্ষ্যে আমি নির্বাচন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়