তপুসরকার হারুন, শেরপুর থেকে: জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, আমার এলাকাবাসী আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের ভালবাসতে চাই। আপনাদের ভালোবাসা পেতে চাই। আমার মন্ত্রী এমপি হওয়ার দরকার নেই। বরং মন্ত্রী-এমপি বানানো দরকার।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের পাকুরিয়ার বিশ্ব আবির্ভাব মঞ্জিলের মাঠে পাকুরিয়ার সর্বস্তরের এলাকাবাসীর বিশাল এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
বক্তৃতাকালে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, মুল ক্ষমতা হচ্ছে আদর্শ। আদর্শ যার থাকে তার ক্ষমতার লোভ থাকে না। টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে যাউ, জনগণ সাড়া দেয়। বিশেষ প্রয়োজনে আমাকে নির্বাচন করতে হয়েছে।তবে তা এমপি হওয়ার জন্য নয়।
পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী আরও বলেন, ইসলাম কোন ভূখণ্ড নয়। ভাষা নয়। ইসলাম হচ্ছে পথ। আল্লাহ প্রাপ্তির পথে নিরন্তর সাধনার পথ। এই শিক্ষা থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি।
বিশ্ব ওলীর জন্মভূমি শেরপুরের পাকুরিয়া অভিমুখে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক মহাসড়কে শত শত গাড়ীর মিছিল। সকল জেলা ও মহানগরের কাফেলার স্রোত তারাকান্দি, আমতলি, নাগপাড়া, খোয়ারপাড়া, শেখহাটি হয়ে পূণ্যভুমি পাকুরিয়ায় বিশ্ব ওলীর আবির্ভাব মঞ্জিলে এসে মিলিত হয়।
দেশ বিদেশের শান্তি ও কল্যাণকামী কোটি কোটি মানুষের মহান পথ প্রদর্শক, জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) সাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ- ২০২০ এর প্রথম দিন রবিবার (১৬ ফেব্রুয়ারি)। আযানের সুমধুর ধ্বনী, পরম করুনাময়ের রহমত কামনা করে অশ্রুসজল মুনাজাত, এক লয়ের জেকের, দফায় দফায় মিলাদ মাহফিল- সে সাথে প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাজানের জন্মভূমির মানুষের সাথে অনুসারীদের মনখুলে ভাব বিনিময়, বিনিময়ে পাকুরিয়া তথা শেরপুরের মানুষের হৃদয়ছোয়া সরল সহজ ভালোবাসা- সব কিছু মিলে একাকার ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব ওলীর আবির্ভাব মঞ্জিলের এবারের বিশ্ব উরস শরীফ।
সমাবেশ শেষে জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী এলাকার সমবেত ৫ হাজারের অধিক মানুষকে ভাত, গরুরু গোশত, ডাল, দই ও মিষ্টি সহযোগে আপ্যায়ন করেন। নিজ হাতে প্লেটে খাবার তুলে দেন। পুরো আপ্যায়ন মঞ্চে বসে তদারকি করেন। এ সময় তিনি জনগণের উদ্যেশ্যে বলেন, আমি আমার মাটি পাকুরিয়ায়ার ভাষা ভুলে যাই নি। এখনো পুরো বলতে পারি। জনতা আবার উল্লাসধবনী করে উঠে।