শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীতাকুণ্ডে তিনদিন ব্যাপি এশিয়ার বৃহত্তম শিবচতুর্দশী মেলা

তালুকদার নির্দেশ,সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শিব চতুর্দশী মেলা সীতাকুণ্ড মহাতীর্থের চন্দ্রনাধ ধামে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। তিন দিনব্যাপি শিব চতুর্দশী মেলা অনুষ্ঠিত হয়ে শেষ হবে আগামী শনিবার। ফলে মেলাটি ঘিরে তীর্থভূমির সর্বত্র এখন উৎসবের আমেজ বইছে।

এবছরও দেশ-বিদেশের ১০ থেকে ১৫ লাখ ভক্তের আগমন হবে বলে ধারণা করছে মেলা কমিটি। ফলে তাদের নিরাপত্তা, সুষ্ঠভাবে ধর্মীয় রীতি নীতি পালনসহ নানান বিষয়গুলো নিয়ে দারুন ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। মহাদেবের সন্তুষ্টির জন্য ভক্তরা পূজা অর্চনা করেন। এছাড়া চন্দ্রনাথ ধাম মহাতীর্থ সনাতন ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ ৫১টি তীর্থের মধ্যে একটি।

এবার শিব চতুর্দশী তিথি ২১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট ২১ সেকেন্ডে শুরু হয়ে শনিবার রাত্রি ৭টা ৭মিনিট ৫৩ সেকেন্ড পর্যন্ত থাকবে। পরদিন রবিবার ব্যাসকুন্ডে অমাবস্যায় পিতৃপূরুষের উদ্দেশ্যে জল ও পিন্ডদান হবে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো : ফিরোজ হোসেন মোল্লা বলেন, সুষ্ঠভাবে মেলাটি সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের প্রায় ৫’শ পুলিশ সদস্য নিয়োজিত থাকবে । মেলা কমিটির কার্যকরী সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে ২০ ফেব্রয়ারি শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়