শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার সম্মানজনক মুক্তি চায় বিএনপি, যথাযথ শর্ত পূরণের পরামর্শ আওয়ামী লীগের

শিমুল মাহমুদ : কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি চান তার পরিবার। জামিনে মুক্তি না হলে প্যারোলের আবেদনের কথা ভাবছেন তারা। এমনটা জানিয়েছেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, প্যারোল হলে নানা শর্ত থাকবে। এতে তিনি অনেক ক্ষেত্রে মুভ করতে পারবেন না। তাই আমরা তার নিঃশর্ত মুক্তি চাইছি। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার মুক্তি এখন আমাদের একমাত্র চাওয়া। সরকার চাইলেই জামিনের বিরোধিতা না করে তাকে মুক্তি দিতে পারে।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, প্রকৃত অর্থে তার মুক্তি যদি বিএনপির প্রধান ইস্যু হয়ে থাকে তাহলে যথার্থ অর্থেই মুক্তি হতে পারে। সেটা প্যারোলেই হোক বা অন্য পন্থায় হোক। এ জন্য যে সমস্ত পূর্ব শর্ত আছে সেগুলো পূরণ করতে হবে।

সভাপতি মণ্ডলীর আরেক সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, প্যারোল নিয়ে মিডিয়ায় আলোচনা হচ্ছে কিন্তু বিএনপি বা তার পরিবার এটা চাচ্ছে না। যদি তারা চান তারপর আলোচনা হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চেয়ারপারসনের জনপ্রিয়তার কারণ হচ্ছে তার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের জন্য লড়াই। আমরা তার সম্মানজনক মুক্তির জন্য সব ধরনের চেষ্টা করছি। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু, ভিক্টর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়