শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫২ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ফাগুনের প্রথম সপ্তাহেও আমবাগানে দেখা নেই মুকুলের

মো. আসাদুল্লাহ : ২ জেলার কিছু কিছু আমগাছে ২০-২৫ শতাংশ মুকুলিত হয়েছে। গবেষকরা এজন্য জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন । আর কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন- দেরিতে মুকুল আসলে আমও পাকবে দেরিতে। তাই চাষিরা পাবেন ভালো দাম।

কৃষিবিভাগের তথ্য-উপাত্ত পর্যালোচনা করলে দেখা যায়, এক দশক আগেও চাঁপাইনবাবগঞ্জে মাঘের শুরুতেই গাছে গাছে মুকুল দেখা দিতো। মধ্য মাঘেই মুকুলে মুকুলে ছেয়ে যেতো গাছ।

আমচাষি সাদরুল ইসলাম ও আমিরুল ইসলাম জানান, এখন আমরা পরিচর্যা করছি । মুকুল কেবল দেখা দিয়েছে। জেলার সব বাগানই প্রায় মুকুলহীন। চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্র (আম গবেষণা কেন্দ্র) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নজরুল ইসলাম বলেন, আমাদের যা পর্যবেক্ষণ তাতে দেখা যাচ্ছে, এবার চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুল আসতে কিছুটা বিলম্বিত। আগে মধ্য জানুয়ারি থেকে ফেব্রুয়ারি প্রথম দিকে মুকুল আসতো। কিন্তু এবার এক সপ্তাহ বা দুই সপ্তাহ পিছিয়ে গেছে। জলবায়ুর পরিবর্তনটাই প্রধান কারণ বলে আমরা মনে করছি। এই বছর বিলম্বিত হচ্ছে। মাঘের শেষদিন পর্যন্তও বেশ শীত অনুভূত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। তাপমাত্রা কম থাকায় আমগাছ মুকুলিত হতে পারছে না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হুদা জানান, এখনও গাছ মুকুলিত হওয়ার সময় আছে। কৃষিবিভাগ বলছে, জেলায় ৩১ হাজার ৮২০ হেক্টর জমিতে আম বাগান আছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়