মাহফুজুর রহমান : ব্যতিক্রম দুই-চারজন পুরুষ বাদে আর কোনো পুরুষের ক্ষমতা নেই যে স্ত্রীকে সম্মান করে না, সুখে রাখে না, সুখে রাখতে চায় না তবে সবার আগে নারীকে হতে হবে কৌশলবাজ, স্বামীকে ভালোবাসতে হবে।
পুরুষেরা কখনোই খারাপ নয় যদি না নারী আগুনে ঘৃত না ঢালে। পুরুষ মানেই শক্তি, একে কন্ট্রোলে তো রাখতে হবে নারীকেই, সঠিক রাস্তায় তো নারীকেই চালাতে হবে। আসল কথা হলো নারীর কাছেই সব রহস্য, সব শান্তি। এর জন্য নারীকে হতে হবে সহনশীল, হতে হবে ধৈর্যশীল ও ম্যাজিশিয়ান। তাহলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে।